শিলচর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন উপলক্ষে সেবা হি সমর্পণ কর্মসূচী,শিলচরে জানালেন কাছাড়ের জেলাকমিশনার
Silchar, Cachar | Sep 16, 2025 ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এদিনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী ‘সেবা হি সমর্পণ: সেবা সপ্তাহ’ কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। কর্মসূচির প্রথম দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর জেলার ১০টি স্থানে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির।মঙ্গলবার বিকাল ৫ টায় শিলচরে একথা জানান কাছাড়ের জেলাকমিশনার মৃদুল কুমার যাদব।