বেলডাঙা ১: পেটের দায়ে ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক পরিণতি বেলডাঙ্গার যুবকের, শোকাহত পুরো পরিবার
বেলডাঙার এক পরিয়ায়িশ্রমিকের মর্মান্তিক পরিণতিহল ভিন রাজ্যে । স্থানীয় সূত্রে জানা যায় ভাবতা হাজীপাড়ার বাসিন্দা বছর ১৯ এর সেলিম শেখ আত্মহত্যা করেছে বলে পরিবারের কাছে খবর আছে। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ বেশ কিছুদিন থেকে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতো সেলিম, তবে বর্তমানে কাজের বাজার মন্দা ছিল বলে দুশ্চিন্তায় ছিল সেলিম। গতকাল দুপুরে কেরল থেকে এক ঠিকাদারের ফোন আছে সেলিমের বাড়িতে তিনি জানান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সেলিম। পরিবারের এক