চণ্ডীতলা ২: হুগলির চন্ডীতলা বিধানসভার নৈতি পঞ্চায়েতের জলাপাড়ায় বিজয়া সম্মেলনী ও পথসভা
শনিবার হুগলির চন্ডীতলা বিধানসভার নৈতি পঞ্চায়েতের জলাপাড়ায় বিজয়া সম্মেলনী ও পথসভা। এই পথ সবার মাধ্যমে SIR এবং কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা প্রতিবাদ জানান। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর তথা শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া দপ্তর এর কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা সুবীর মুখার্জি অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ, কর্মী ও সমর্থকরা।