ভাঙড় ২: ' সর্বশক্তি দিয়ে অবজার্ভার কে এখান থেকে তাড়াতে হবে' ভাঙ্গড়ে আরাবুল ও কাইজারের মিলিত প্রেস কনফারেন্সে আরাবুলের উক্তি
আজ অর্থাৎ শনিবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিট নাগাদ ভাঙ্গড়ের তৃণমূল নেতা কাইজার এবং আরাবুল একত্রিত ভাবে প্রেস কনফারেন্স করেন। কাইজাদের অফিস ভাঙচুর এর সিসিটিভি ফুটেজ সামনে এনে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন পাশাপাশি তিনি বলেন ভাঙ্গড়ের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। শওকত মোল্লা কে উদ্দেশ্য করে তিনি বলেন ভাঙ্গড়ে তিনি মধুর হাঁড়ি পেয়েছেন, ভাঙ্গড় থেকে দূর হাঁটানোর ও হুঁশিয়ারি দিতে শোনা যায় আরাবুল ইসলামকে।