পাঁশকুড়া: মোবাইলের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের
পাঁশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের উপস্থিত পাঁশকুড়া শহর TMC সভাপতি
মোবাইলের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের পাঁশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের,ঐ যুবকের নাম অনির্বান খাঁড়া বয়স ৩৪ অনির্বান বিহারে সিভিল ইঞ্জিনিয়ায়ের কাজে যুক্ত ছিলেন। মঙ্গলবার সকাল তাকে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন বাড়ির সকলেই। কিন্তু অনির্বানের কোনো সাড়া না পাওয়ায় । তাই বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেষীরা বাড়ির দরজা ভাঙে। দরজা ভাঙে উদ্ধার অনির্বান মৃতদেহ।মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত হয়ে উপস্থিত ছিলেন পাঁশকুড়ার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি।