পাঁশকুড়া: SIRবিরুদ্ধে পাঁশকুড়া BDO অফিসের সামনে বিক্ষোভTMC অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা ব্লকে অভিযোগ তুলে ডেপুটেশন BJP
SIR বিরুদ্ধে রুখে দাঁড়াতেপাঁশকুড়া BDO অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে।বিজেপির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা পাঁশকুড়া ব্লকের মধ্যে এই অভিযোগ তুলে BDO কাছে ডেপুটেশন দেয়। এই প্রসঙ্গে নতুন BDO মোহন ভার্মা জানান শনিবার বিকেল পাঁচটায় অভিযোগ পত্র পেয়েছি,বিষয়টি খতিয়ে দেখা হবে।