পানিসাগর বাজারে বৃহস্পতিবার রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ছুটে আসে পানিসাগর ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন সহ পেঁচারথল ও ধর্মনগর থেকে আরও দুটি দমকল ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের অক্লান্ত প্রচেষ্টায় দমকল কর্মীদের সাথে মিলে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৮টির অধিক দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা না গেলেও কয়েক লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়