বলাগড়: ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা,জিরাটে হাওড়া গামী কাটোয়া লোকালের চলন্ত কামরাতেই হল বিশ্বকর্মা পুজো
ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা, হাওড়া আগামী কাটোয়া লোকালের চলন্ত কামরাতেই হল বিশ্বকর্মা পুজো। আজ বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজোর সকালে এমনই ছবি হুগলির জিরাটে। ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা, হাওড়া গামী কাটোয়া লোকাল তখন ছুটছে পরপর ষ্টেশন পেরিয়ে হাওড়া দিকে এরই মধ্যে হচ্ছে মন্ত্রপাঠ চলন্ত ট্রেনের কামড়াতেই হল পুজো। পুজোর পর নিত্যযাত্রীদের মিষ্টি বিতরণ হই হই করে ট্রেনের কামরার ভেতরেই পালিত হল,,