কাঁকসা: পানাগড় বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা স্কর্পিও -র,গুরুতর আহত ২ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ
কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল দুজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ পানাগড় বাইপাশে হাসপাতাল মোড়ের কাছে ওভারপুলে। জানা গেছে একটি পণ্য বোঝাই লরির একটি চাকা ফেটে যায়। সেই সময় লরিটি রাস্তার ডান দিক ধরে দাঁড়িয়ে পড়ে।পেছনে দ্রুতগতিতে আসা একটি স্কর্পিও লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।ছোট গাড়ির চালক ও আর একজন যাত্রী গুরুতর আহত হয়। গাড়ির চালক গাড়ির ভেতরে আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায়।