বালি-জগাছা: হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যানেরকি কারনে পদত্যাগ জানেন না মন্ত্রীও
হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী তার পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। গত ২৫ শে অক্টোবর রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম এর কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। তবে কি কারণে তিনি এই পদত্যাগ করতে চাইছেন তা এখনো স্পষ্ট নয়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করতে চাইছেন। তিনি এ ব্যাপারে ফিরহাদ হাকিমের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। তাঁর আশা এই পদত্যাগ পত্র গৃহীত হবে।