ঝালদা ২: উত্থান একাদশী উপলক্ষে ঝালদা ২ ব্লকের একাংশে দীর্ঘ পদযাত্রার আয়োজন
উত্থান একাদশী উপলক্ষে ঝালদা 2 নম্বর ব্লকের প্রায় 11 টি গ্রাম আজ পরিক্রমা করল দীর্ঘ একটি পদযাত্রা । জানা গিয়েছে ধর্মীয় এই পদযাত্রাটি অন্যান্য বছরের মত এ বছরও এলাকার ধর্মপ্রাণ বেশকিছু মানুষের উদ্যোগে ওলডি গ্রাম থেকে শুরু হয়ে কাশিডি, মাঝিডি সহ বিভিন্ন গ্রামের পথ পরিক্রমা করে ।