কালনা ১: বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়, কালনায় আবির মেখে, মিষ্টিমুখ করিয়ে আনন্দ উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা
বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের আনন্দে শুক্রবার বিকেলে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল কালনা। এলাকার বিজেপি কর্মী–সমর্থকদের উদ্যেগে এক বিশাল বিজয় মিছিল বের হয়, যা কালনা কৃষ্ণদেবপুর এলাকা থেকে শুরু হয়ে লিচুতলা হয়ে তালবোনা পর্যন্ত পথ অতিক্রম করে। চারদিকে বাজতে থাকে বাজনা , গলে আবির, মুখে হাসি—এই উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত কর্মীরা। এছাড়া পথচারীদের মিষ্টিমুখ করিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন তারা।