পান্ডুয়া: বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পিস পোস্টটা অঙ্কন প্রতিযোগিতা হল পান্ডুয়া বালিহাট্টা সংলগ্ন একটি ভবনে
বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পিস পোস্টটা অঙ্কন প্রতিযোগিতা হল পান্ডুয়া বালিহাট্টা সংলগ্ন একটি ভবনে লায়ন্স ক্লাব অফ হুগলি রুরাল এর পক্ষ থেকে। আজ দুপুর দুটো নাগাদ প্রতিযোগিতা শেষে লায়ন্স ক্লাব অফ হুগলি রুরালের ফেরদৌসী খাতুন নামে এক কার্যকর্তা এদিন জানান সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশ্বের ২১০ টা দেশে লায়েন্স ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে এই পিস পোস্টার