গণ্ডাছড়া: বিক্ষোভের ফলেই মিলল সমাধান: আগামী ৭ তারিখ ডুম্বুরের নারিকেল কুঞ্জে অনুষ্ঠিত হবে নৌকা বাইচের ফাইনাল
আন্দোলনের চাপে টনক নড়ল প্রশাসনের। চূড়ান্ত অব্যবস্থাপনা পরিস্থিতির অবসান ঘটিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার বকেয়া টাকা ও ফাইনাল খেলা নিয়ে বড়সড় ঘোষণা দিল গণ্ডাছড়া মৎস্য দপ্তর। আগামী ৭ তারিখ ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। উল্লেখ্য, গণ্ডাছড়া ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীরা দীর্ঘসময় ধরে তাদের প্রাপ্য অর্থ না পাওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।