সাব্রুম: পিএমশ্রী সাব্রুম দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের ছাত্রীবাসে সেবা পর্ব ও আদি কর্মযোগী সেবা অভিযান অনুষ্ঠিত হয়
পিএমশ্রী সাব্রুম দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের ছাত্রীবাসে সেবা পর্ব ও আদি কর্মযোগী সেবা অভিযান অনুষ্ঠিত হয়।১৬ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকা থেকে শুরু হয় সেবা অভিযান। এই “সেবা পর্ব ও আদি কর্মযোগী সেবা অভিযান” যা চলবে টানা ১৬ দিন। এই উপলক্ষে ছাত্রীবাসের ছাত্রীদের মধ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস, সাবরুম থেকে আয়ের শংসাপত্র (Income Certificate) বিতরণ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই শংসাপত্র মাত্র একদিনের মধ্যে অফিস থেকে প্রদান করা হয়েছে।