নন্দীগ্রাম ১: পুলিশের বড় সাফল্য চুরি যাওয়া হার উদ্ধার গ্রেফতার-২,আজ আদালতে পাঠালো নন্দীগ্রাম থানার পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মমতা পাত্র গত ২৫শে নভেম্বর BDO অফিস থেকে বাড়ি ফেরার পথে বারবেরিয়ায় দুই দুষ্কৃতী তার পথ আটকে ছুরি দিয়ে তার গলা থেকে হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।এই ঘটনায় মমতাদেবী নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। নন্দীগ্রাম থানার পুলিশ তদন্ত চালিয়ে গতকাল দক্ষিণ ২৪পরগনার সাগর থানা এলাকার তাপস নাথ কে গ্রেপ্তার করে।তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নন্দীগ্রাম থানা এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশ ধৃতদের জ