বাঘমুণ্ডী: সিক্স ক্লাসে দুর্ঘটনায় ২টি পা প্যারালাইসিস, বাগমুন্ডির যুবকের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে নেপাল মাহাত
সিক্স ক্লাসে দুর্ঘটনায় ২টি পা প্যারালাইসিস,স্বপ্ন ডাক্তার হওয়ার, ভেরিফিকেশনে আনফিটের পর নেপাল মাহাতোর সহযোগিতায় স্বপ্ন পূরণে বাঘমুন্ডির যুবক। এ কোনো সিনেমার গল্প নয়, একেবারে বাস্তব চিত্র। যুবকের ইচ্ছা শক্তি, কর্ম তপস্বী, জেদ সমস্ত বাধা বিপত্তিকে হার মানিয়ে শিখরের আসনে পৌঁছানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঘটনাটি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত কাড়িহেসা গ্রামের, ২১ বছরের যুবক চন্দন কুমার মাঝি, ছোট থেকেই মেধাবী, পরিবারের আদরের। কিন্তু মাত