ইংরেজবাজার: মালদহে হয়ে শুরু হল বি এলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ
মালদহে হয়ে শুরু হল বি এলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। কিছুটা আতঙ্ক এবং মনে একগুচ্ছ প্রশ্ন নিয়ে প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি কর্মচারীরা। ইংলিশবাজার ব্লকের কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। ২০০২ সালের ভোটার লিস্টের সাথে ২০২৫ এর ভোটার লিস্টের গরমিল কি রয়েছে, ভোটার লিস্ট গরমিল থাকলে কি কি নথির প্রয়োজন রয়েছে, বিএলও কর্মীরা ভোটারদের বাড়িতে কত বার যাবেন মূলত এদিনের এই প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত বিষয় শেখানো হয়।