কমলপুর: আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার নিয়ে কমলপুরে বিজেপি ও বি সি মোর্চার আলোচনাচক্র, উদ্বোধন করলেন মন্ত্রী সান্তনা চাকমা
আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার সংক্রান্ত বিজেপি ও বি সি মোর্চার ধলাই জেলা কমিটির পক্ষ থেকে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় কমলপুর নজরুল ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। ছিলেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, ও বি সি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ। স্বাগত ভাসন দেন ধলাই জেলা ও বি সি মোর্চার সভাপতি গোপাল সূত্রধর, বিধায়ক মনোজকান্তি দেব, স্বপ্না দাস পাল।