কৃষ্ণনগর ১: রাসের উদ্বোধনসেরে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা,ভাঙচুর গাড়ি, মাথা ফাটল BJP কর্মীর,অভিযোগ সুকান্ত মজুমদারের
সুকান্ত মজুমদার জানান গতকাল কৃষ্ণনগরে দলীয় প্রোগ্রামে আসেন তিনি। দলীয় পোগ্রাম শেষে সেখান থেকে নবদ্বীপের রাসের উদ্বোধন এবং দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে তার কনভয়ের উপর হামলা হয়। পাশাপাশি নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। কর্মী সমর্থক এবং নেতৃত্ব গন্ধের ওপর মারধর করা হয়। মাথা ফাটে বিজেপি কর্মীদের। এমনই অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। গতকাল রাতে বিস্তারিত জানিয়েছেন তিনি আমাদের ক্যামেরার সামনে।