বালি-জগাছা: ঘুড়িতে ভোকাট্টা লিখে প্রতিবাদ জানালেন আইএনটিইউসি নেতা শ্রাবন্তী সিং হাওড়া দাসনগর এলাকায় বিশ্বকর্মা পুজোয়
বিশ্বকর্মা পূজোর সঙ্গে ঘুড়ি ওড়ানো ওতপ্রোতভাবে জড়িত। ঘুড়ির লড়াইয়ে যে জেতেন সে চিৎকার করে ওঠে ভোকাট্টা। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি র মহিলা শাখার কর্মীরা দাসনগরে বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়িতে ভোকাট্টা লিখে প্রতিবাদ জানালেন। আইএনটিইউসি নেত্রী শ্রাবন্তী সিং বলেন হাওড়ায় একসময় অসংখ্য ছোট বড় লোহার কারখানা ছিল। সেখানে হাজার হাজার মানুষ কাজ করতেন। বর্তমানে বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে গেছে অথবা ধুঁকছে। তার কারণ এখানে শিল্প ভোকাট্টা।