ইটাহার: ইটাহারের স্কুল পাড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙার ঘটনায় চাঞ্চল্য, ঘটনায় নিন্দার ঝড়
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উপরে তান্ডব। ভাঙাল বিদ্যাসাগরের মুখের একাংশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ইটাহার স্কুল পাড়ায়। শুক্রবার এই ঘটনা প্রথম নজরে আসে স্থানীয়দের। প্রশাসনিক ভবন চত্বরে বাংলার মনিষীর মূর্তির উপরে আঘাতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সকলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেখানে এলাকাধিক প্রশাসনিক দপ্তর, স্কুল থাকার পড়েও কিভাবে এই ঘটনা ঘটল, প্রশ্ন তুলছেন ইটাহরবাসী।