দুবরাজপুর: পদুমা গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গী গ্রামে ড্রেনের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত চারজন
সোমবার দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গী গ্রামে ড্রেনের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত চারজন। সবাইকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে দু’জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। এক পক্ষের অভিযোগ, তৃণমূল নেতা তরুণ গড়াইয়ের অনুগামীরা হামলা চালিয়েছে। তবে তরুণ গড়াইয়ের অনুগামীদের দাবি, এটি শুধুই গ্রাম্য বিবাদ, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই।