নলহাটি ২: লোহাপুরে ছট পূজোর আরাধনায় মেতেছে হিন্দিভাষী হিন্দুরা, ভিড় জমিয়েছেন জলাশয়ের ধারে
সোমবার বিকেল চারটে নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুরে ছট পুজোর আরাধনা। হিন্দু পঞ্জিকা অনুসারে ছট পুজো কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে পালিত হয়। বিশেষ করে বিহার, ঝারখান্ড, উত্তর প্রদেশ ইত্যাদি রাজ্যে অর্থাৎ হিন্দিভাষী হিন্দুরা এই পূজো মহা ধুমধাম করে পালন করে। উদীয়মান সূর্যের সাথে অস্তগামী সূর্যের পুজোকে বলা হয় ছট পুজো। জলাশয়ে নেমে এই পূজোর আরাধনা করতে হয়। এই পুজো উপলক্ষে লোহাপুরের জলাশয়ের ধারে পুজোয় মেতেছেন হিন্দিভাষী হিন্দুরা।