পুরাতন মালদা: সাহাপুরে বেসরকারি হোটেলে বিজেপির বিজয়া সম্মিলনিতে অংশ নিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী
মালদা: প্রতিটি বিধানসভাতে বিজেপির ১৫০ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরী করতে বললেন মিঠুন চক্রবর্তী। মালদহে বিজয়া সম্মেলন এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন দলীয় কর্মীদের। এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন, যখন ফোন করবেন তখনই পাবেন। দুটি নম্মরের মধ্যে একটি আইনী সহায়তা দেয়ার জন্যে। অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্যে। আপনারা আমার সঙ্গে যেকোনো সময় ফোন করবেন। মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাবো ভোটের আগ