রানিগঞ্জ: ছাগল চুরি করতে এসে গাড়ি উল্টে গেল রানীগঞ্জের কুমার বাজার এলাকার বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রমের কাছে
রাণীগঞ্জের কুমার বাজার এলাকায় বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রমের কাছে একটি চার চাকা গাড়ি উল্টে যায় শুক্রবার দুপুর সাড়ে তিনটার সময়। জানা গেছে, বাবুই সোল এলাকা থেকে ছাগল চুরি করে কিছু যুবক চার চাকা গাড়িতে করে বক্তা নগরের দিকে পালিয়ে যাচ্ছিল। কুমার বাজারের কাছে বিবেকানন্দ সেবা কেন্দ্র আশ্রমের কাছে নির্মীয়মান রাস্তার কারণে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একের পর এক বেশ কয়েকজনকে ধাক্কা দেন। জানা গেছে যে গাড়িতে তিন থেকে চারজন যুবক ছিলেন