বাংলাদেশের বরিশাল থেকে ১৯৯৮ সালের কাঁটাতার টোপকে ভারতে ঢুকেছিলেন মাত্র ১৫ বছর বয়সে যুবতী কাজল কর। প্রথমে সুন্দরবন পরে কলকাতা তারপর পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বহিচবেরিয়া গ্রামে |২০০২ সালে বিয়ে হয় স্থানীয় যুবক কার্তিক করের সঙ্গে ২০০৩ সালে ভোটার কার্ডের নাম ওঠে কাজলের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই এস আর আতঙ্কে ঘুম উধাও কাজলের, নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে বাংলাদেশে যেতে হবে নাতো ?