আরামবাগ: অসময়ে বন্যা পরিস্থিতি আরামবাগ মেডিক্যালের আউটডোরে,জল পেরিয়ে চলছে পরিষেবা
অসময়ে বন্যা পরিস্থিতি আরামবাগ মেডিক্যালে।আশপাশে ঠিক থাকলেও 5তলায় জলের পাইপ ফেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় মেডিক্যালের আউটডোর বিভাগে।প্রায়ই হয়ে থাকে বলে অভিযোগ।সেরকম বুধবারও হয়েছে।জলের মধ্যেই চলতে থাকে পরিষেবা।সমস্যায় পড়তে হয় রোগীদের।চেটো পা জল পেরিয়ে পরিষেবা নিতে দেখা যায়।চিকিৎসকরাও পরিষেবা দেন।CT স্ক্যান ও ওষুধ দেওয়াও চলে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি তথা সাংসদ।