বাসন্তী: অঙ্কন মঞ্জুরী আর্ট স্কুল বাৎসরিক পরীক্ষা, উপস্থিত ছিলেন শিক্ষক সমীর মন্ডল এবং প্রশাসনের আধিকারিকরা।
অঙ্কন মঞ্জুরী আর্ট স্কুল বাৎসরিক পরীক্ষা। বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা গৌরদাহ এলাকায় শিক্ষক কানাইলাল ঘোষ। ন্যূনতম বেতনে এদের শিক্ষা দিয়ে থাকেন। প্রচুর দুঃস্থ ছাত্র-ছাত্রীরা তার কাছ থেকে অঙ্কন প্রশিক্ষণ নেয়। সকাল ১০ টা থেকে শুরু হয় অংকন প্রশিক্ষণ।আজ পরীক্ষায় উপস্থিত ছিল প্রায় ৩ ০০ অধিক ছাত্র-ছাত্রী । উপস্থিত ছিলেন কিছু মান্য গন্ধ ব্যক্তি সার্কলে ইন্সপেক্টর অফ পুলিশ, ওসি সুকুমার রুইদাস, বিশিষ্ট ক্রীড়াবিদ সজল বিশ্বাস, শিক্ষক সমীর মন্ডল ,শিক্ষক বুদ্ধদে