রাজারহাট: "বঙ্কিমচন্দ্রের অবমাননা করা হলো, তার প্রতি অশ্রদ্ধা করা হলো" সল্টলেকে ক্ষোভ উগড়ে দিলেন শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে এখন থেকে 'বন্দে মাতরম'-এর পরিবর্তে 'বাংলার মাটি, বাংলার জল' গানটি গাইতে হবে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার বিকেলে সাড়ে চারটা নাগাদ সল্টলেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বঙ্কিমচন্দ্রের অবমাননা করা হলো তার প্রতি অশ্রদ্ধা করা হলো। যার উপন্যাস রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছে, যিনি সাহিত্য সম্রাট, যে বন্দে মাতারাম শব্দ কালের সীমাকে অতিক্রম করে গেছে।