হাবরা ১: গোবরডাঙ্গা এলাকায় জলে মোবাইল খুঁজতে গিয়ে জলের তলিয়ে গেল এক পৌর
মঙ্গলবার রাতের ঘটনা গোবরডাঙ্গা কঙ্কনা বাউড়ে মোবাইল পড়ে গেলে, মোবাইল তুলতে নামে ওই পৌর পরবর্তীতে বুধবার সকালে ভেসে ওঠে মৃতদেহ উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে আসে এবং বুধবারই বারাসাত হাসপাতালে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।