পুরুলিয়া ২: দলের তরফে প্রস্তুতি নিতে SIR নিয়ে পুরুলিয়া ২ ব্লক তৃণমূলের বৈঠক হলো বোঙ্গাবাড়ি পার্টি অফিসে
আগামী ৪ নভেম্বর থেকে SIR প্রক্রিয়া শুরু হতে চলেছে পুরুলিয়া ২ নম্বর ব্লক এলাকাতে । সে বিষয়টিকে সামনে রেখে আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি স্বরূপ একটি বৈঠক করা হলো স্থানীয় বঙ্গাবাড়ি দলীয় পার্টি অফিসে । ওই বৈঠকে জলের ব্লক সভাপতি সহ জেলা ও ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন ।