ডেবরা: বৃষ্টিতে পড়লো গাছ,ক্ষতিগ্রস্ত দুটি দোকান,ডেবরার গোপকাঁথি এলাকার ঘটনা, পরিদর্শনে উপস্থিত উপপ্রধান
মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের গোপকাঁথি এলাকায় বৃষ্টির ফলে হঠাৎ করেই আস্ত একটি গাছ দুটি দোকানের ওপর পড়ে যায়। এর ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে খবর যা, এলাকার উপ-প্রধান চন্দন বেরার কাছে। দ্রুততার সঙ্গে তিনি গাছগুলি কেটে যান চলাচল স্বাভাবিক করেন। রইল ভিডিও