SFI পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ৭ ই নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত মার্কসীয় প্রগতিশীল পুস্তক বিপণন কেন্দ্রের আয়োজন করা হয়েছে কালনা কাটোয়া এবং বর্ধমানের বিভিন্ন অংশে। সেই মতন আজ মঙ্গলবার ১১ই নভেম্বর কালনা কলেজ গেটের সামনে প্রগতিশীল পুস্তক বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলার এসএফআই জেলা সম্পাদিকা উষসী রায় চৌধুরী। এদিন তিনি বলেন নভেম্বর বিপ্লব বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব।