জেলার বাঘমুন্ডি, বলরামপুর,আড়শা, কোটশিলা এবং বোরো এই পাঁচটি থানাকে আই সি থানা হিসাবে ঘোষণা রাজ্যের। উল্লিখিত থানার দায়িত্বভার নিতে আসছেন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকেরা।
বলরামপুর: বলরামপুর সহ জেলার পাঁচটি থানাকে আই সি থানা ঘোষণা রাজ্যের - Balarampur News