ওন্দা: চিঙ্গানী অঞ্চলের তারাপদ পাল কে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে,আবার নিজের দলে ফিরিয়ে নিলেন ওন্দা বিজেপি বিধায়ক
Onda, Bankura | Sep 16, 2025 আবারও রদবদল রাজনীতিতে। চিঙ্গানী অঞ্চলের কামারকাটা বুথের তারাপদ পাল এক বিজেপি কর্মী তৃণমূলের ভয় ও হুমকির জন্য তৃণমূল যোগদান করেন। পড়ে সে তার নিজের ভুল বুঝতে পেরে পুনরায় আবার ভারতীয় জনতা পার্টি তে যোগদান করেন। ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তারাপদ পাল কে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে বিজেপি তে আবার ফিরিয়ে নিলেন