বাসন্তী: বংশী বটতলায় এলাকায় তিনটি কাঠের গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকল, তদন্তে পুলিশ।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর থানার অন্তর্গত বংশী বটতলা এলাকায় বাইপাস লাগোয়া তিনটি কাঠের দোকানে বিধ্বংসী আগুন লাগে,ভোর ৩. ৩০ মিনিটে খবর দেওয়া হয় বারুইপুর দমকলে,একটি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আদি গঙ্গা থেকে জল তুলে এখনো আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। কাঠের দোকানে একটি গ্যাস সিলিন্ডার ছিল তা বাস্ট করে। এলাকায় জোরালো আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়, এ বিষয়ে বাসন্তী থেকে বিজেপি নেতা বিকাশ সরদার কি বলল শুনুন।