তমলুক: ট্রাফিক ফাইনে বিশাল ছাড়,লোক আদালতে ২০% জরিমানা দিলেই কেস নিষ্পত্তি, ১৩ই ডিসেম্বর তমলুকে বসতে চলেছে লোক আদালত
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তমলুক হলদিয়া চলছে লোক আদালত |এক লক্ষ 35 হাজার বেশি বকেয়া ট্রাফিক কেস মাত্র ২০% জরিমানা দিলে নিষ্পত্তি করা যাবে হেলমেট না পড়ে বাইক চালানো সিট বেল্ট না বাধা সিগনাল ভাঙ্গা বা ওভারলোডিং ট্রাফিকের এই নিয়মগুলি লংঘন করায় পুলিশ জরিমানা করে অনেকেই সেই জরিমানা সময় মতো দিতে পারেন না ফলে নানা সরকারি কাজ থেমে যায়। এবার সেই সমস্যামেটাতে রাষ্ট্রীয় লোক আদালত |জেলা জুড়ে চলছে তার প্রচার অভিযান | ১৩ই ডিসেম্বর বসবে লোক আদালত