নলহাটি ২: ব্লকের সভাকক্ষে SIR সংক্রান্ত বিষয়ে BLA, BERS নিয়ে সর্বদলীয় বৈঠকে উপস্থিত জয়েন্ট বিডিও
বারোই নভেম্বর বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের সভাকক্ষে সকল BLA- 2 দের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক। SIR এর ফর্ম পূরণ ও আরো অনান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের সকল রাজনৈতিক দলের BLA ও BERS কর্মীরা অংশ নেন এই বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও প্রবীর কুমার দত্ত সহ আরো অনান্য আধিকারিকরা।