বারাসাত ১: টোটো রেজিস্ট্রেশনের সময় বাড়ানোরর দাবিতে বারাসাত RTO অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ বাম কর্মীদের
টোটো রেজিস্ট্রেশনের সময় বাড়াতে হবে এবং টোটো রেজিস্ট্রেশন এর চার্জ কমানোর দাবিতে ১২ই নভেম্বর অর্থাৎ বুধবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত আরটিও অফিসে সামনে বিক্ষোভ সমাবেশ করলো বাম কর্মী সমর্থকরা, আগামী ৩০শে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় টোটো চালকদের প্রত্যেকটি টোটো রেজিস্ট্রেশনের জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।, এবং সেই সময়সীমাকেই বাড়ানোর দাবিতে এবং যে মূল্য ধার্য করা হয়েছে টোটো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেই মূল্য কমানোর দাবিতে