তুফানগঞ্জ ১: দিল্লির ঘটনার পর জোরদার নিরাপত্তা তুফানগঞ্জে, রায় ডাক নাকা পয়েন্টে চলছে বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি গুলিতে তল্লাশি
মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল তুফানগঞ্জ রায়ডাক নাকা পয়েন্টে। তুফানগঞ্জ থানার পুলিশের তরফে অসমের দিক থেকে আসা বিভিন্ন গাড়িগুলোতে এবং বাংলা থেকে অসমে প্রবেশের পথে বিভিন্ন গাড়িগুলোতে তল্লাশি চালাচ্ছে তুফানগঞ্জ থানার পুলিশ।। উল্লেখ্য গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে সংলগ্ন এলাকা। মৃত্যু হয় বেশ কয়েকজনের। সেই ঘটনায় সারা দেশ জুড়ে বড় বড় শহরগুলো, হাই এলার জারি করেছে প্রশাসন।