মাথাভাঙা ১: মাথাভাঙ্গা ছাট খাটের বাড়ি এলাকায় নিগৃহীত বিজেপির বিএলএ ২ নিবাস দাসের বাড়িতে এলেন বিজেপি বিধায়ক সুশীল চন্দ্র বর্মন
সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ নিগৃহীত বিজেপির বি,এল,এ ২ এর বাড়িতে এলেন বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা। এদিন মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ এর ২৩৯ নম্বর বুথে আসেন তারা। এসে নিগৃহীত বিজেপির বি,এল,এ-২ নিবাস দাসকে সাহস যোগানোর পাশাপাশি তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান এবং তার পাশে থাকার আশ্বাস দেন।