কাঁকসা: গ্রামের মসজিদের সামনে বসে SIR এর ফর্ম বিতরণ করছেন BLO, ঘটনাকে ঘিতে উত্তেজনা বুদবুদের বন গ্রামে,শুরু রাজনৈতিক তর্জা
SIR এর এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানোর কথা BLO দের।কিন্তু সেই ফর্ম গ্রামের মসজিদের সামনে বসে বিতরণ করছেন BLO।এমনই অভিযোগ কে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় বুদবুদের বনগ্রামে।গ্রামবাসীদের অভিযোগ শুক্রবার সকালে গ্রামের মসজিদে হটাৎ মাইকিং করা হয় যে মসজিদের সামনে সকলকে আসতে।সেইমত গ্রামের মানুষ সেখানে হাজির হন।গ্রামের আইসিডিএস কর্মী বর্ণালী পাঁজা নির্বাচন কমিশন থেকে BLO দায়িত্ব পেয়েছেন।এদিন তাকে দেখা যায় গ্রামের মসজিদের সামনে ফর্ম বিলি করছেন।