"রক্ত দান মহৎ দান"। এই বার্তা কে পাথেয় করেই আজ সিমলাপাল ডিসট্রিবিউটস ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরে আয়োজন করা হল সিমলাপাল ব্লকে । মূলত বাঁকুড়া সম্মিলনী ও মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের চাহিদা মেটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন তাল ডাঙ্গরা তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু