জামালপুর: SIR আতঙ্কে পরিযায়ী শ্রমিকের মৃত্যু!!! রাজনৈতিক তরজা তুঙ্গে জামালপুরে
পশ্চিমবঙ্গে এস আই আর লাগু হওয়ার পর থেকে দিকে দিকে মৃত্যুর খবর শুনতে পাওয়া যাচ্ছে। এর থেকে বাদ গেল না পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক। এবার এস আই আর আতঙ্কে জামালপুরের এক বাসিন্দার মৃত্যু হল। পরিবার সূত্রে জানা গেছে তামিলনাড়ুর তানজিবুর জেলার ওরাতান্দু পাটুকুটা এলাকায় ধান রোয়ার কাজে গেছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম।