কুলপি: বেলপুকুর এ স্বনির্ভর দলের বোর্ড গঠন করা হয়
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বেলপুকুরে অঞ্চল অফিসে শনিপুর দলের ভোটাভুটির পর বুধবার দিন সাংগঠনিকভাবে দায়িত্ব বন্টন করা হয় সম্পাদক সভানেত্রী ও কোষাধ্যক্ষ তৈরি করা হলো স্বনির্ভর দলের মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়।