ঝাড়গ্রাম: স্কুলের প্রিয় শিক্ষিকার বদলি রুখতে ঝাড়গ্রামে DPSC এবং SI-কে স্মারকলিপি প্রদান করল অভিভাবক ও গ্রামবাসীরা
মোহনপুর আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করল অভিভাবক ও গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুর তিনটায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং স্কুল এসআই এর কাছে স্মারকলিপি প্রদান করে তাঁরা । শুক্রবার রাতে স্কুলের প্রধান শিক্ষক বঙ্কিম রানার কাছে শিক্ষিকার বদলি নির্দেশ পৌঁছায়। নিজের স্কুল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাটাশিমুল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা বদলি করা হয়।