তমলুক: ২০২৬শের বিধানসভার পূর্বে শুভেন্দু অধিকারীর জেলায় BJP তে ভাঙন,আজ পাঁউশীতে তৃণমূলের পতাকা ধরলো এক BJP নেতা
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২-নং ব্লকের অন্তর্গত বরোজ অঞ্চলের পাঁউশীতে আজ অনুষ্ঠিত হলো S.I.R.-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক । এই সভা মঞ্চ থেকেই ভগবানপুরের বিজেপি ব্লক নেতৃত্ব তাপস পড়ুয়া তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে BJP ছেড়ে তৃণমূলের পতাকা ধরলো তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন সভাধিপতি উত্তম বারিক,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরি