পাথরপ্রতিমা: এসআইআর এর ফর্ম পূরণ নিয়ে সভা জি প্লটের ইন্দ্রপুর দ্বীপাঞ্চল সেবা সমিতির ভোট রক্ষা সহায়তা শিবিরে
আজ অর্থাৎ ৬ নভেম্বর বিকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর দিপাঞ্চল সেবা সমিতিতে ভোট রক্ষা সহায়তা শিবিরে কিভাবে এস আই আর এর ফর্ম কিভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান,ফর্ম পূরণ করার সময় ভোটারদের সব রকম ভাবে সহযোগিতা করা হবে,৬টা পর্যন্ত চলে এই শিবির