কোচবিহার ১: রাস উৎসবে বাড়ছে মদনমোহন বাড়ির নিরাপত্তা, লাগছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, কুচবিহার জানালেন দেবত্র ট্রাস্টবোর্ডের সচিব
রাস উৎসব উপলক্ষে মদনমোহন বাড়িতে নিরাপত্তার সাথে লাগানো হচ্ছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, জানালেন দেবত্র ট্রান্সপোর্ট এর সচিব পবিত্রা লামা। বুধবার রাসপূর্ণিমা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে মদনমোহন বাড়ি প্রাঙ্গণে। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সচিব পবিত্রা লামা রাসমেলায় মদনমোহন বাড়ির নিরাপত্তার বিষয়ে জানান। তিনি জানান, সারা বছরই পালিশ থাকে মদন মোহন বাড়িতে। এবং রাসমেলার সময় মদনমোহন বাড়িতে ৬০ থেকে ৭০ জন পুলিশের দল থাকে। একজন ডিএসপি পদস্থ অফিসারও থাকেন।